"আমার female cat সুস্থ ও শক্তিশালী, এখন সে প্রথম heat-এ আছে — আমি কি এখনই heat-এ থাকা male cat দিয়ে mating করাবো, নাকি এই cycle টা মিস করে পরবর্তী heat-এর জন্য অপেক্ষা করলে success rate বেশি হবে?"
Amr female cat sustho ar strong amar mone hoi kono durbolota nei তোমার এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং চিন্তাভাবনা করে তোলাটা বোঝায় — তুমি তোমার বিড়ালের ভালো-মন্দ দুটোই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে চাইছো। এবার চলো, সরাসরি উত্তর দিই: ✅ সংক্ষেপে উত্তর: যদি বিড়ালের শারীরিক অবস্থা ভালো থাকে এবং তুমি আবার বাচ্চা নিতে চাও, তাহলে এবারের হিটে মেটিং করানো যেতে পারে। তবে, যদি ওর শরীর পুরোপুরি রিকভার না করে থাকে বা তুমি কিছুদিন বিশ্রাম দিতে চাও, তাহলে এই হিট মিস করলেই ভালো। বিশ্লেষণ: কখন মেটিং করানো "ভালো", আর কখন "না করাই ভালো" মেটিং করানো উচিত (এই হিটেই) মেটিং না করাই ভালো (এই হিট মিস করো) বিড়ালের শরীর পুরাপুরি সুস্থ ও চাঙ্গা বিড়াল এখনো দুর্বল বা ওজন কম আগের বাচ্চারা wean (মা-নির্ভর না) করে ফেলেছে বিড়াল এখনো দুধ খাওয়াচ্ছে বাচ্চা দেয়ার পর কমপক্ষে ৮–১০ সপ্তাহ পার হয়েছে বাচ্চা দেয়ার পর মাত্র ৫–৬ সপ্তাহ হয়েছে তুমি পরের প্রজনন চাও তুমি কিছুদিন বিরতি চাও হিটের ৩–৫ দিন চলছে (মত হওয়ার সেরা সময়) হিটের শেষপ্রান্তে চলে গেছে 🧠 একান্তভাবে...